ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার ৪ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সাতক্ষীরার ৪ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরায় এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনেসেফ’র সহযোগিতায় বাংলা‌দেশ শর্ট ফিল্ম ফোরাম চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন ক‌রে‌ছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনেসেফ’র সহযোগিতায় বাংলা‌দেশ শর্ট ফিল্ম ফোরাম চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন ক‌রে‌ছে।

রোববার (২০ ন‌ভেম্বর) দুপু‌রে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাস‌নের নেজারত ডেপু‌টি কা‌লেক্টর আবু সাইদ।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে কর্মশালার স্থানীয় সমন্বয়ক সাংবা‌দিক শরীফুল্লাহ কায়সার সুমন সভাপ‌তি‌ত্ব করেন অতিথি হি‌সে‌বে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।
এতে স্বাগত বক্তব্য রা‌খেন কর্মশালার প্রধান প্রশিক্ষক আসাবুল হক নান্নু। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন  শিক্ষার্থী অংশ নি‌য়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।