মুন্সীগঞ্জ: তৃণমূল মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ১০ শয্যা বিশিষ্ট হাসতাপালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকায় এ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মিরকাদিম পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-জেলা সিভিল সার্জন ডা. মো. শহিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আনোয়ার আলী, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, নারায়ণগঞ্জ জেলার রুপনগরে ইউপি চেয়ারম্যান নওশদ আলী, মিরকাদিম পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা, পৌর কাউন্সিলর আফজাল হোসন, আব্দুল মজিদ ও আবু তাহের প্রমুখ।
এসময় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি করেছে। খুব শিগগিরই এমন সময় আসবে চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবেনা। অন্যান্য দেশের লোকজন আমাদের দেশে চিকিৎসা সেবা নিতে আসবে।
তিনি আরো বলেন, এ সরকারের লক্ষ্য স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরএ