সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সাটুরিয়া থানার সামনে দুটি গাছ কাটার সময় বিদ্যুতের তারের ওপর ডাল ভেঙে পড়লে রোববার (২০ নভেম্বর) সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এসব এলাকা।
স্থানীয় বাসিন্দা জামান সরকার বাংলানিউজকে জানান, সকাল থেকে বিনা নোটিশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। মোবাইল ফোনও বন্ধ হয়ে গেছে। কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এ বিষয়ে সাটুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইউসুফ আলী বাংলানিউজকে জানান, থানার ভেতরে গাছ কাটার সময় ডাল পড়ে কয়েকটি খুঁটির তার ছিঁড়ে গেছে। তাই বিদ্যুৎ বন্ধ রাখতে হয়েছে। লাইন ঠিক করা হচ্ছে। ছিঁড়ে যাওয়া তার লাগানো হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনটি