হিলি (দিনাজপুর): হিলি সীমান্তের নওদাপাড়া এলাকা থেকে ৭শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জুলফিকার আলী বাংলানিউজকে জানান, সীমান্তের নওদাপাড়া এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কয়েকটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোর ভেতর থেকে ৭শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফেনসিডিলগুলো ধ্বংসের জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বিএসকে/আরএ