খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।
বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, মোক্তাদির হোসেন, ইউছুফ আলী প্রমুখ।
বক্তারা ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারীপাড়া এলাকায় গভীর রাতে মুখোশ পাড়া একদল দুর্বৃত্ত ওই নারীকে ঘর থেকে তুলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরদিন ওই নারী অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে মানিকছড়ি থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রকিব বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর