বরিশাল: বরিশাল নগরীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি র্যালি হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আয়োজনে এ র্যালি বের হয়।
অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার রুহুল আমিন হাওলাদার, উপ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা শাখার সভাপতি কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাড. এস এম ইকবাল, বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একে এম জাহাঙ্গীর, কসাই মসজিদের খতিব মাওলানা আব্দুল মন্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, কাজী মফিজুল ইসলাম কামাল প্রমুখ।
র্যালি শেষে কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়। এছাড়া সন্দেহজনক যেকোনো কিছু পুলিশকে অবহিত করতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এসআর