ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেল ক্রসিং এলাকায় সাগরিগা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিহাব (৩৫) ও কালু (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেল ক্রসিং এলাকায় সাগরিগা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিহাব (৩৫) ও কালু (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় হাজীগঞ্জ বাজার থেকে ৬ যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় অন্যান্য যাত্রীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন।

নিহতরা হলেন, হাজীগঞ্জ সদর উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে ও পেশায় ব্যবসায়ী শিহাব এবং কালু একই গ্রামের মো. লেদার ছেলে অটোরিকশা চালক কালু।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। বিষয়টি চাঁদপুর রেওলয়ে থানায় (জিআরপি) থানায় জানানো হয়েছে।

চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি পাঠান জানান, মরদেহ উদ্ধার শেষে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।