ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকার নিউ নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।
তিনি জানান, ব্যবহৃত বিভিন্ন সিরিঞ্জ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইনজেকশন পাওয়াসহ চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনেশিয়ান না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শনাক্ত হওয়া এ বেসরকারি হাসপাতালটির সমস্যা ও ত্রুটি এক সপ্তাহের মধ্যে দূর না করলে সিলগালা করে দেওয়া হবে বলেও জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএএএম/এসআরএস/জেডএস