ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে দুই মিষ্টির দোকানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ময়মনসিংহে দুই মিষ্টির দোকানে জরিমানা ছবি: অনিক খান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ শহরের দয়াময় মিষ্টান্ন ভাণ্ডার ও জানকীনাথ সুইট মিটকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের দয়াময় মিষ্টান্ন ভাণ্ডার ও জানকীনাথ সুইট মিটকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর আলাদা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা যায়, ওজনে কারচুপির জন্য দয়াময় মিষ্টান্নকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা এবং জানকীনাথ সুইট মিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।