বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আবাসিক হলের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কবি জীবনানন্দ দাশ হলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে ভবনের মূল ফটক আটকে অবস্থান নেন। পরে তারা টায়ারে আগুন জ্বালিয়ে কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও কলেজ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানান, জীবনানন্দ দাশ হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য একটি নতুন চারতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু ভবনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কলেজ প্রশাসনকে বিষয়টি বারবার বলা হলেও কোনো কাজ হয়নি। তাই তারা আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বাংলানিউজকে বলেন, আবাসন সংকট নিরসনে ভবন নির্মাণকাজ দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আতাউর রহমান জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এজি/এসআর