মেহেরপুর: ৬৩ বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা মেহেরপুরের গাংনীর বাছিরন নেছাকে আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (২১ নভেম্বর) সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে এ ঘোষণা দেন ইউএনও আরিফ উজ জামান।
এ সময় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ তার সঙ্গে ছিলেন।
কক্ষ পরিদর্শন শেষে গাংনীর ইউএনও সাংবাদিকদের বলেন, বাছিরন নেছা লেখা পড়া শিখতে হবে এ উপলদ্ধি থেকেই পরীক্ষা দিচ্ছেন। তিনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সমাজকে একটা বার্তা দিচ্ছেন।
পরীক্ষা শেষে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক অনুদান ও সম্মাননা দেওয়া হবে বলে ইউএনও জানান।
এদিকে, পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা বিষয়ের সব প্রশ্নের উত্তর লিখেছেন বাছিরন নেছা।
মহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া বাছিরন নেছা বলেন, সামনের পরীক্ষাগুলো আরো ভালো করবো ইনশাল্লাহ।
উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত রহিল উদ্দীনের স্ত্রী বাছিরন নেছা হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে এ বছর সমাপনী পরীক্ষা দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর