ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে সুশীল সমাজের করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনায় বাল্যবিয়ে প্রতিরোধে সুশীল সমাজের করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দুই নম্বর গৌরিচন্না ইউপির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। সভায় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ৩০ জন নারী ও পুরুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন-বীরেন্দ্র কিশোর সরকার, স্যাপ-বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম ও সোনার বাংলা যুবক্লাবের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।