ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে দুদক জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা করা হয়।

রংপুর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ নভেম্বর) দুপুরে দুদক জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা করা হয়।

সভায় বক্তরা বলেন, শুধু মঞ্চে বড় বড় কথা বলে লাভ নেই, দুর্নীতি দমন কমিশনের দৃশ্যত কাজ দেখাতে হবে। রংপুরের সিংহভাগ সরকারি অফিসগুলোতে প্রকাশ্যে ঘুষ নিয়ে অবৈধ কাজকে বৈধ করা হচ্ছে, সেদিকে নজর দিতে হবে। সব অফিস একসঙ্গে অভিযান না চলিয়ে একটি একটি করে অফিসে অভিযান চালালে এর সফলতা আসবে।

এ সময় সিটি করপোরেশনের দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

দুদক জেলা কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, জাপা নেত্রী দিলারা বেগম, অধ্যক্ষ ফকরুল ইসলাম বেঞ্জু, রাকিবুল ইসলাম বেঞ্জুসহ জেলা দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা নভেম্বর ২১, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।