বগুড়া: অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ সাংবাদিক হয়রানি বন্ধে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন এ মানববন্ধন সঞ্চালনা করেন।
এ উপস্থিত ছিলেন- দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুর রহিম হিরু, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন, দৈনিক দূরন্ত সংবাদ সম্পাদক সবুর শাহ লোটাস, সাংবাদিক বাদল চৌধুরী, মাহফুজ মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, প্রতীক ওমর, ইউনুস আলী, সুমন সরদার, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, হারুন অর রশিদ তালুকদার, ফেরদৌসুর রহমান, জাফর আহম্মেদ মিলন, এমদাদুল হক, আব্দুল হাকিম, আব্দুস সালাম, সানাউল হক শুভ, আব্দুস সাত্তার, শামীম আলম, মীর্জা আহসাব হাবীব দুলাল, রঞ্জু ইসলাম, আবু মুসা, আব্দুল হান্নান, জাহিদ ইকবাল জিতু, কুতুব শাহাব উদ্দীন বাবু, সাইফুল ইসলাম, শাহাবুদ্দীন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ