কুমিল্লা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের সীমান্তে কোনো সড়ক নাই। সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ শুরু করবে।
তিনি বলেন, ‘আমাদের সীমান্তে কোনো প্রকার রক্ষা বা প্রাচীর নেই। পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে। ’
সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য মন্ত্রণালয়ও ভূমিকা পালন করে আসছে। ’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমীন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, কুমিল্লার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও সেনানিবাসের কর্মকর্তাসহ বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর