ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকাকে ‘মালয়েশিয়া’ বানাবেন মেয়র খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
পুরান ঢাকাকে ‘মালয়েশিয়া’ বানাবেন মেয়র খোকন ফাইল ফটো

পুরান ঢাকাকে বাংলাদেশের ‘মালয়েশিয়া’ বানানোর স্বপ্নের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

ঢাকা: পুরান ঢাকাকে বাংলাদেশের ‘মালয়েশিয়া’ বানানোর স্বপ্নের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।  

সোমবার (২১ নভেম্বর) পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি।

মেয়র বলেন, আমি এই গেন্ডারিয়া-ধূপখোলায় এমন কিছু করতে চাই, যেন ছেলে-মেয়েরা বাবা-মায়ের হাত ধরে ঢাকা থেকে পুরান ঢাকা দেখতে আসে। এই এলাকাকে আমি বাংলাদেশের মালেয়শিয়ায় পরিণত করবো, আমি আপনাদের জন্য সব করবো। বিনিময়ে কিছুই চাই না, শুধু একটা করে ভোট চাই। এটা আমার দাবি।

মানুষের মাঝে সচ্ছলতা নিয়ে আসার বিষয়ে মেয়র বলেন, উন্নয়ন হলে সেসবকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন কাজের সুযোগ হবে, যার ফলে মানুষের মাঝে সচ্ছলতা চলে আসবে, একটা দরিদ্র লোক এই এলাকায় থাকবে না আমি রাখবো না।

তিনি বলেন, আগামী স্বাধীনতা দিবসে গেন্ডারিয়াতে এলইডি লাইট জ্বলবে, যদি একটু সূঁচও হারিয়ে যায়, সেটাও খুঁজে পাবেন, যদি না পান, আমাকে অভিযোগ করবেন।

এর আগে ‘মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারের’ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সিটি করপোরেশনের এ সর্বোচ্চ অধিকর্তা।
 
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে করপোরেশনের বিভিন্ন এলাকার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।