নওগাঁয়: নওগাঁয় অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে তিয়ানশি নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আলী এ জরিমানা করেন।
সূত্র জানায়, গত কয়েকমাস ধরে তিয়ানশি কোম্পানি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বিল্ডিং ভাড়া নিয়ে অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রি করছিল। সাধারণ মানুষের কাছে চড়া দামে এসব পণ্য বিক্রি করা হতো। অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই ভবনে অভিযান চালানো হয়।
এ সময় সেখানে মজুদ রাখা প্রায় দেড় লাখ টাকা মূল্যের ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি