ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
রৌমারীতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে রৌমারী থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলার পুলিশিং কমিটির সভাপতি সামিউল ইসলাম জীবন।
 
এ সময় বক্তব্য রাখেন-পুলিশ সুপার মো. তবারকউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির, রৌমারী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, বন্দবেড় ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মাস্টার, রৌমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, বন্দবেড় ইউপির চেয়ারম্যান কবির হোসেন, চরশৌলমারী ইউপির চেয়ারম্যান কেএম ফজলুল হক মণ্ডল, দাঁতভাঙ্গা ইউপির চেয়ারম্যান সামসুল হক, যাদুরচর ইউপির চেয়ারম্যান শরবেশ আলী, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম প্রমুখ।

 

সভায় রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ প্রায় ৫শ’ লোক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।