ঢাকা: নতুন করদাতার সম্মানে শুক্র ও শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসময় করদাতাদের সেবা দিয়ে যাবেন কর্মকর্তারা।
করদাতারা তাদের আয়কর বিবরণীও (রিটার্ন) জমা দিতে পারবেন অন্য দিনের মতো।
সোমবার (২১ নভেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ।
তিনি বাংলানিউজকে বলেন, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এবার প্রচুর সংখ্যক নতুন করদাতা যোগ হয়েছেন। তাদের সম্মানে শুক্র-শনিবারও অন্য দিনের মতো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হবে। আয়কর কর্মকর্তারাও অফিস করবেন। সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমআইএস/এএ