ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে কারেন্ট জালসহ আটক ২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বরিশালে কারেন্ট জালসহ আটক ২৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ২৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

বরিশাল: বরিশাল জেলার কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ ২৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

 

সোমবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হজরত আলী, মো. মামুন, সালাউদ্দিন, রহমত আলী, বারেক মোল্লা, লিটন গাজী, কানাই দাস, আল আমিন, কালাই হাওলাদার, মো. আলী, রফিক মোল্লা, মোসলেম মৃধা, মনির হোসেন, জাহাঙ্গীর দেওয়ান, আহম্মদ আলী, রিপন মাঝি, হাসেম জমাদ্দার, রুহুল আমিন জমাদ্দার, মাঈনউদ্দিন, সাগর সরদার, মনির সরদার, সাইফুল জমাদ্দার, জাহাঙ্গীর ঢালী, বেল্লাল সরদার, আলতাফ বেপারী, নজরুল ইসলাম ও  শেখ সাদী।

তাদের বাড়ি বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থ‍ানার বিভিন্ন এলাকায়।

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার কয়েকটি নদীতে  নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ২৭ জেলেক আটক করা হয়।

নৌ পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।