ঢাকা: রাজধানীর পুরানো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (২১ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক চারটি গোডাউন ও একটি বাসা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গোডাউন থেকে নকল ও নিম্নমানের ভেজাল ওষুধ জব্দ করা হয়।
একই সঙ্গে একটি বাসা বাড়িতে রাখা প্রচুর অনিবন্ধিত ওষুধও জব্দ করা হয়।
অভিযানে আটক মাসুদ নামে একব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেডএফ/জিপি/এমএ