ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
সাভারে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

সাভারে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের নোটিশ পেয়ে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মস‍ূচি পালন করছেন শ্রমিকরা।

সাভার: সাভারে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের নোটিশ পেয়ে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মস‍ূচি পালন করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সাভারে নামা গেণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানান, সোমবার (২১ নভেম্বর) বিকেলে কর্তৃপক্ষ সংস্কারের জন্য ০৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেন। মঙ্গলবার সকালে নোটিশ দেখে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকদের দাবি মালিকপক্ষ বেআইনিভাবে কারখানা বন্ধ করছেন। হঠাৎ করে কারখানা বন্ধ হলে চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়বেন তারা।

এ বিষয়ে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক হোসেন খান বাংলানিউজকে জানান, শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।