জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর ও চেচড়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে আটাপাড়া ও কয়া বিওপি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা মূল্যের এসব পোশাক আটক করে।
আটক পোশাকের মধ্যে মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, শার্ট ও থ্রি-পিস এবং থান কাপড়।
জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে কিছু অবৈধ পণ্য নিয়ে চোরাকারবারীরা দেশে প্রবেশ করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পোশাক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে