সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ শিকারের অভিযোগে ১৯ জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনার লাল মিয়া হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার, একই এলাকার নুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া, খালেক ঘোরামীর ছেলে সাইদুর ঘোরামী, আব্দুল আজিজ জোয়াদ্দারের ছেলে আলী হোসেন জোয়াদ্দার, আমির হোসেনের ছেলে সিদ্দিক, রুহুল আমিনের ছেলে জাকারিয়া, খিতিশ চন্দ্রর ছেলে সুশান্ত, জনাব আলীর ছেলে জলিল, জলিলের ছেলে হাবিব, আবুল হাশেমের ছেলে জামাল, একরাম আলী ফারাজির ছেলে মোশারফ, পিরোজপুর জেলা সদরের জুসখোলা গ্রামের মোমিন উদ্দীনের ছেলে খলিলুর রহমান, হাতেম হাওলাদারের ছেলে আবুল কালাম ও তার ভাই বেলাল হাওলাদার, বাগেরহাটের ইউসুফ শেখের ছেলে ইলিয়াস শেখ, ইলিয়াস শেখের ছেলে খরিদ শেখ, ফিরোজ শেখ, মাসুম শেখ ও লিয়াকাত শেখের ছেলে তোতা শেখ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি