সাভার (ঢাকা): সাভার উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা তৈয়ব আলী মজুমদারকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে।
সাভার পৌর এলাকার ভাটপাড়া মৌজার ‘খ’ তফসিলভুক্ত সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় দেওয়া ও ঘুষ-দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে সাভার উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা তৈয়ব আলী মজুমদারের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ নভেম্বর) অভিযোগের বিষয়টি আমলে নিয়ে ভূমি রেকর্ড অধিদফতরের পরিচালক (ডিএলআরও) ফায়েকুজ্জামান চৌধুরী তাৎক্ষণিকভাবে সাভার অফিস পরিদর্শন করে বিষয়টির প্রাথমিক সত্যতা পান।
এরই ভিত্তিতে তিনি সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় রেকর্ড প্রদানকারী কর্মকর্তা তৈয়ব আলী মজুমদারকে সাময়িকভাবে ক্লোজড করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেন।
এছাড়া অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, সাংবাদিকের ওপর হামলার ইন্ধন জোগানো, দুর্নীতিসহ সাভার এলাকায় একাধিক ভূমি মালিকদের বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে সেটেলমেন্ট অফিসের এক কর্মচারী।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৬
জিপি/এমজেএফ