ঢাকা: জাপানের ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামির ঘটনায় টোকিওতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভূমিকম্পে কোনো সংকট তৈরি হয়নি। আর ওই এলাকার বাংলাদেশিরাও নিরাপদে রয়েছেন।
দূতাবাসের পক্ষ থেকে পাওয়া এ তথ্য মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগ।
এতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ভূমিকম্প-সুনামির পর আমরা সেল নম্বর, ইমেইল ও ফেসবুক-টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ কেন্দ্র খুলেছি। তার মাধ্যমে উপদ্রুত অঞ্চলে খোঁজ-খবর নিয়েছি। সেখানে যেমন কোনো সংকটের তৈরি হয়নি, তেমনি বাংলাদেশিরাও এখন পর্যন্ত নিরাপদ আছেন বলে জানতে পেরেছি।
ভোর ৬টায় আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের পর ফুকুশিমা অঞ্চলে ছোট আকারের সুনামি আঘাত করে। তবে এখন পর্যন্ত ভূমিকম্প ও সুনামিতে কারও প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
জেপি/এইচএ/