বরগুনা: বরগুনার বামনা উপজেলায় রাস্তার পাশে গরু বেঁধে রাখার দায়ে মোহাম্মদ মনির (৩০) নামে এক কৃষককে এক মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
সাজার আদেশপ্রাপ্ত আসামি মোহাম্মদ মনির দক্ষিণ গোলাঘাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, সকালে গাড়িতে করে বামনা-ডৌয়াতলা সড়ক দিয়ে যাচ্ছিলেন ইউএনও মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। সেখানে রাস্তার পাশে গরু বাঁধা দেখে কৃষক মনিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিএসকে/আরএ