ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
নেত্রকোনায় ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়মিত বাহিনীর সঙ্গে দুর্যোগ মোকাবেলাকারী স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়মিত বাহিনীর সঙ্গে দুর্যোগ মোকাবেলাকারী স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের নিখিল নাথ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

২০ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে ৫০ জন নারী-পুরুষ অংশ নেন।  

স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেন-নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক প্রাণনাথ সাহা, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মোমেন মোর্শেদ, মো. আবু সায়েম মাসুম ও নেত্রকোনা কার্যালয়ের নির্মল চন্দ্র সরকার প্রমুখ।

প্রশিক্ষণকালে অগ্নিকাণ্ড প্রতিরোধ, ভূমিকম্পের কারণ, ক্ষয়ক্ষতি ও উদ্ধার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের পরবর্তীতে সনদ ও পরিচয়পত্র দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।