ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হোটেল মালিককে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রৌমারীতে ডায়াগনস্টিক সেন্টার ও ৩ হোটেল মালিককে জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে নোংরা ও পচা-বাসি খাবার রাখার দায়ে তিন হোটেল মালিক এবং মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে এক ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে নোংরা ও পচা-বাসি খাবার রাখার দায়ে তিন হোটেল মালিক এবং মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে এক ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শহরের নুপুর হোটেল মালিককে এক হাজার টাকা, মিতা হোটেল মালিককে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে মণ্ডল ডায়াগনস্টিক সেন্টার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।