পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কয়লা খনির অফিসার্স ক্লাব মনমেলার কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়।
কোল মাইন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জিএম (ডিএলও-কোম্পানি সচিব) আবুল কাসেম প্রধানীয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খনির ব্যবস্থাপনা পরিচালক এসএমএন আওরঙ্গজেব।
সভায় বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মধ্যপাড়া কঠিন শিলা খনির জিএম (অপারেশন) মীর আব্দুল হান্নান, কয়লা খনির জিএম (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, জিএম (সারফেস অপারেশন) প্রকৌশলী নুরুজ্জামান চৌধুরী, জিএম (মাইন অপারেশন) প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ, জিএম (প্রশাসন) শরিফুল আলম, সহকারী ব্যবস্থাপক সাজিউল ইসলাম সাজু, খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবুল কাশেম শিকদার, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ প্রমুখ।
সভায় খনির নিরাপত্তা বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি/এসআর