মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় ছোট-বড় মিলিয়ে অন্তত দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, দুপুরের পর থেকে ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ শুরু হয়। তবে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ট্রাকগুলো টার্মিনালে রেখে অগ্রাধিকার ভিত্তিতে বাস পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে আরসিএল মোড় পর্যন্ত ৮০/৯০টি বাস পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মোট ১৪টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসআর