ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার লক্ষ্মীপুর ও কীর্তিনগর এলাকার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া: কুষ্টিয়ার লক্ষ্মীপুর ও কীর্তিনগর এলাকার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা মালিকদের চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা তৈরি ও পরিবেশ দূষণের কারণে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম এ জরিমানা করেন।

অভিযানে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের এসএম ডায়মন্ড ব্রিকস,  এইচএনআর ব্রিকস, ফোর স্টার ব্রিকস ও এসএম ব্রিকসের মালিককে এক লাখ করে জরিমানা করা হয়। এছাড়াও ভাটাগুলোর ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মনিরউজ্জামান, সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান, ইন্সপেক্টর আব্দুল গফুর, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মী, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।