ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ব্যানার-তোরণ অপসারণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ময়মনসিংহে ব্যানার-তোরণ অপসারণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ পৌর এলাকার সব ব্যানার, তোরণ, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ: ময়মনসিংহ পৌর এলাকার সব ব্যানার, তোরণ, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর টাউন হল মোড় থেকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড বা তোরণ অপসারণের নেতৃত্ব দেন।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ নগরীর সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে প্রায় এক সপ্তাহ আগে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দিনের পর দিন গাছ বা খুঁটিতে ঝুলানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড বা তোরণ নিজ উদ্যোগে অপসারণে ৭ দিনের সময়সীমা বেঁধে দেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

কিন্তু সংশ্লিষ্টরা এ আহবানে সাড়া না দেয়ায় জেলা প্রশাসক (ডিসি) নিজেই মাঠে নামেন এবং অপসারণ অভিযানের নেতৃত্ব দেন।

জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ময়মনসিংহ নগরীর বাসিন্দারা যাতে স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারেন সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।