ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জেলা ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জেলা ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ধর্মঘট শুরু করেন ওষুধ ব্যবসায়ীরা।

গোপালগঞ্জ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তুষার রঞ্জন বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় শহরের প্রিয়াংকা ফার্মেসিকে ২০ হাজার টাকা ও গেট ওয়েল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।

এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।