বগুড়া: বগুড়ায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলুন, নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সভাপতি মির্জা আহসানুল হক দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ আক্কাস, কেন্দ্রীয় নেতা সৈয়দ মাহবুবুর রশিদ, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, জেলা নেতা তৌফিক হাসান ময়না, এবিএম জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন প্রমুখ।
গাইবান্ধার সাঁওতাল পল্লীতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও নির্যাতন সরেজমিনে পরিদর্শন শেষে নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় সভায় যোগ দেন। নির্যাতিতরা যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে নির্মূল কমিটি তাদের পাশে থাকবে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমবিএইচ/এএসআর