ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে আহত

মাদক সেবনে বাধা দেওয়ায় রাজশাহীতে বখাটেরা একটি বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছে।

রাজশাহী: মাদক সেবনে বাধা দেওয়ায় রাজশাহীতে বখাটেরা একটি বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছে।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের রাজপাড়া থানার আলিগঞ্জ খ্রিস্টান পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইলেকট্রিক্স মিস্ত্রি জর্জ মণ্ডল (৩৫), তার স্ত্রী মিলি (৩০) ও জর্জের সহকারী সৈকত (২৫)।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে জানান, প্রতিদিন সন্ধ্যার পরে ডিঙ্গাডোবা রেল লাইনের ধারে ১০/১৫ জন সন্ত্রাসী মাদক সেবন ও নারীদের উত্যক্ত করে। সন্ধ্যায় জর্জ মণ্ডল মাদক সেবনে বাধা দিয়ে প্রতিবাদ করায় সন্ত্রসীরা তার বাড়িতে হামলা চালায়; তিনজনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসএস/এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।