ভোলা: ভোলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে শফিকুল ইসলাম নামে এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাহিদুল ইসলাম এ দণ্ড দেন।
জানা যায়, সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভোলা পৌর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ ফরিদের মেয়ে জান্নাতুলের (১৩) সঙ্গে বাপ্তা গ্রামের রুস্তম আলীর ছেলে নাছিরের বিয়ে দেওয়া হয়। এ বিয়ে কাজী তার বালাম খাতায় না উঠিয়ে গোপন রাখেন। এমন খবরে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কাজীকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এজি/আইএ