ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
যশোরে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

যশোর উপশহর এলাকায় পুলিশের গুলিতে তরিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড...

যশোর: যশোর উপশহর এলাকায় পুলিশের গুলিতে তরিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তরিকুল সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এতে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে তিলক নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ইউজি/এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।