ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ২ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
রৌমারীতে ২ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রৌমারী উপজেলার ইজলামারী সড়ক ও মাদারটিলা এলাকায় দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারী উপজেলার ইজলামারী সড়ক ও মাদারটিলা এলাকায় দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন সেতু দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, যাদুরচর ইউপি চেয়ারম্যান ছরবেশ আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, স্থানীয় পল্লী উন্নয়ন চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।

রৌমারী উপজেলা প্রকৌশলী নাজমুল হক বাংলানিউজকে জানান, রিপ-২ প্রকল্পের আওতায় রৌমারী-ইজলামারী সড়কের জিঞ্জিরাম নদীতে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮৫ মিটার দৈর্ঘ্যের একটি ও যাদুরচর ফুলবাড়ি এলসি সড়কের মাদারটিলা এলাকায়  ৯৮ লাখ টাকা ব্যয়ে ১৪ মিটার দৈর্ঘ্যের একটি সেতু  নির্মাণ করা হচ্ছে।

এসব কাজের দায়িত্ব পেয়েছে জামালপুরের ইসলামপুরের ইসলাম ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।