ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
নাটোরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু

টেকসই নারী উন্নয়নে নাটোরে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

নাটোর: টেকসই নারী উন্নয়নে নাটোরে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নবাব সিরাজউদ দৌলা (এনএস) সরকারি কলেজ চত্বরে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

‘লার্নিং অ্যান্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রমের আয়োজন করেছে আইসিটি ডিভিশন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, এনএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা, সহকারী কমিশনার (আইসিটি) জাহিদুর রহমান, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার নুরুজ্জামান, সাহাদত হোসেন, এনএস কলেজের প্রফেসর বিকাশ জ্যোতি কুন্ডু প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান বাংলানিউজকে জানান, এনএস সরকারি কলেজের ৪৬ ছাত্রী তিনদিনের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রতিদিন ২৩ জন করে দুইটি গ্রুপে আড়াই ঘণ্টা করে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনএস কলেজের সামনে ভ্রাম্যমাণ একটি বাসে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।