ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় ভ্যান চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আশুলিয়ায় বাসচাপায় ভ্যান চালক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। তবে ওই ভ্যান চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। তবে ওই ভ্যান চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রান্তিক গেট এলাকা দিয়ে নবীনগর যাওয়ার সময় পেছন থেকে আসা গুলিস্তান-ধামরাই রুটের ডি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে চাপা দিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত যান ভ্যান চালক। এ ঘটনায় বাসের অন্তত তিনজন যাত্রীও আহত হন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুর্ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা,  নভেম্বর ২৩, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।