মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নকল সরবারহের দায়ে এক শিক্ষিকাসহ তিনজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্র নাথ বিশ্বাস এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চামেলি খানম ও ওই বিদ্যালয়ের আয়া নিলুফার ইয়াসমিন এবং পরীক্ষার্থীর দাদী বীনা।
ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস বাংলানিউজকে জানান, বুধবার প্রাথমিক বিজ্ঞান পরীক্ষায় মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষক চামেলি খানম এক পরীক্ষার্থীকে নকল সরবরাহ করছিলেন। এ সময় তাকে সহায়তা করেন নিলুফার ইয়াসমিন এবং পরীক্ষার্থীর দাদী বীনা। খবর পেয়ে তাদের আটক করে ইউএনও অফিসে আনা হয়।
পরে বিকেলে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক চামেলি ও আয়া নিলুফারকে নয় হাজার টাকা করে এবং পরীক্ষার্থীর দাদী বীনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এনটি