ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
ধুনটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার ধুনট উপজেলায় লাইসেন্স না থাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে সাত হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় লাইসেন্স না থাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে সাত হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ জরিমানা করেন।

প্রতিষ্ঠান দুইটি হলো- ধুনট উপজেলা খাদ্য গুদামের সামনে অবস্থিত ‘ভাই ভাই ওয়েল মিল’ এবং নলডাঙ্গা গ্রামে ‘বিপাশা ব্রেড অ্যান্ড কনফেকশনারি’।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী চন্দন কুমার বাংলানিউজকে জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের লাইসেন্স ছাড়াই এই দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।