বগুড়া: দুর্নীতি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় তিন দিনব্যাপী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সোমবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়ে বুধবার (২৩ নভেম্বর) পর্যন্ত বিষয়ভিত্তিক এসব প্রতিযোগিতা চলে।
পৌরশহরের স্যানালপাড়া শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের সভাকক্ষে আয়োজিত প্রতিযোগিতার প্রথমদিনে ‘বাংলাদেশে দুর্নীতি অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা’ শিরোনামে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় উপজেলার নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২জন শিক্ষার্থী অংশ নেয়।
দ্বিতীয়দিনে বির্তক প্রতিযোগিতায় আটটি দল ও শেষদিন বুধবার (২৩ নভেম্বর) চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এসএম বেলাল হোসেন ও সদস্য সচিব আব্দুস সাত্তার প্রতিযোগিতায় বিজয়ী হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমবিএইচ/এএ