সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে শিশুর পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ইউনিসেফের আয়োজনে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- নীলফামারী জেলা পুষ্টি কর্মকর্তা সানিয়া ইসলাম খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, জেলা কৃষি কর্মকর্তা গোলাম মো. ইদ্রিস, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বণিক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ডা. রোখসনা বেগম, নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডা. এনামুল হক প্রমুখ।
মূল প্রবন্ধে বলা হয়, নীলফামারীর ৬টি উপজেলায় প্রায় ২ হাজার ৪০০ শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে কিশোরীগঞ্জ উপজেলায় অপুষ্টিজনিত শিশুর সংখ্যা বেশি।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরবি/