সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী সদর উপজেলায় গর্ভবতী মা ও শিশুমৃত্যুর হার রোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান।
ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, ল্যাম্বের পরিচালক (সংগঠন উন্নয়ন) ডা. ক্রিস প্রেন্জার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ও শো প্রকল্পের ব্যবস্থাপক এএফএম মোস্তফা সরকার প্রমুখ।
কর্মশালায় সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরবি/