হবিগঞ্জ: হবিগঞ্জ পাঁচ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০), ধুলিয়াখাল গ্রামের আব্দুল হাই-এর ছেলে মো. ফারুক মিয়া (২৫), হবিগঞ্জ শহরতলীর শায়েস্থানগর এলাকার মো. আব্দুল জলিলের ছেলে মো. সোহেল মিয়া (৩০) , তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ারআব্দা গ্রামের করম আলীর ছেলে ইউনুছ আলী (৩০) ও ধুলিয়াখাল গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে আব্দুল সোবহান (৩৫)।
এদের মধ্যে প্রথম চারজনকে পাঁচ দিন করে এবং আব্দুল সোবহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের রহিম মিয়ার বাড়ি থেকে দুই জুয়াড়ি ও নিজামপুর ইউনিয়নের পাইকপাড়ার একটি দোকন থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এনটি/এসআই