ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আগুনে ২১ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
লক্ষ্মীপুরে আগুনে ২১ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্টি অগ্নিকাণ্ডে ২১টি পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্টি অগ্নিকাণ্ডে ২১টি পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিক।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজার কমিটির সভাপতি আবুল কাশেম জেহাদী বাংলানিউজকে জানান, বিকেলে রহিম ইলেকট্রিক দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে তিনটি মেটাল ওয়ার্কশপ, মুদি দোকান, মেকানিক দোকান, থাই গ্লাস দোকান, বেডিং, সার দোকান, পোল্ট্রি ও টিনের দোকানসহ ২১টি দোকানের মালামাল পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।