ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিকের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত কুমারখালীর সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আহত কুমারখালীর সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাসির উদ্দিন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্য খবর পত্রিকায় সাংবাদিকতা করতেন।

স্থানীয় সাংবাদিক দীপু মালিক জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ আছর স্পোটিং ক্লাব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার ভেড়ামারা বারমাইল এলাকায় যাচ্ছিলেন নাসির উদ্দিন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎস‍া শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর সকালে মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।