ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৬শ’ বোতল ফেনসিডিলসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সৈয়দপুরে ৬শ’ বোতল ফেনসিডিলসহ নারী আটক

মাদক বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে হাসিনা (৪৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছে থেকে ৬শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সৈয়দপুর (নীলফামারী): মাদক বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে হাসিনা (৪৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছে থেকে ৬শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার হাতিখানা মৌয়াগাছ‍ায় তার বাড়িতে অভিযান চালিয়ে হাসিনাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদ ছিলো ওই বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ করা হয়েছে। অভিযানে ৬শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এর আগেও একই অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছিলো জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।